আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম ছাপাতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা অভিযোগ করেছে, “বিসিসিআই ক্রিকেটে রাজনীতি টেনে আনছে,” যা খেলাটির জন্য ক্ষতিকর।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শুরু থেকেই উত্তেজনা চলছে। পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে হবে। তবে এবার নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে জার্সিতে আয়োজক দেশের নাম লেখা নিয়ে।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই শুধু আয়োজক দেশের নাম ছাপাতে অস্বীকৃতিই জানায়নি, বরং চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ক রোহিত শর্মাকে পাকিস্তানে পাঠাতেও রাজি নয়।
এ নিয়ে পিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “বিসিসিআই ক্রিকেটে রাজনীতি আনছে। তারা পাকিস্তান সফরে আসেনি, এখন আয়োজক দেশের নামও জার্সিতে রাখতে চায় না। আমরা আশা করি, আইসিসি এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে।”
আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় প্রতিটি দলের জার্সিতে লোগোর নিচে মূল আয়োজক দেশের নাম লেখা বাধ্যতামূলক। এই নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসির এক কর্মকর্তা।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে টুর্নামেন্টের নবম আসর। ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।