Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলআতলেতিকো-সিটি ম্যাচের আগে সংকটে রিয়াল মাদ্রিদ

আতলেতিকো-সিটি ম্যাচের আগে সংকটে রিয়াল মাদ্রিদ

গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে বড় সংকটে রিয়াল মাদ্রিদ। চোট সমস্যায় দলে নেই সেন্টারব্যাক ডেভিড আলাবা ও অ্যান্টনিও রুডিগার। মাংসপেশির চোটে পড়েছেন রুডিগার, আর আলাবা ভুগছেন ঊরুর পেশির সমস্যায়। দুজনই প্রায় ২০ দিনের জন্য মাঠের বাইরে থাকবেন।

শুধু রক্ষণভাগেই নয়, আক্রমণভাগেও দুঃসংবাদ শুনতে হয়েছে মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে। কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামকেও পাচ্ছেন না তিনি। অ্যাঙ্কেলের চোটে ভুগছেন এমবাপ্পে, আর বেলিংহামও আঘাত পেয়েছেন।

দলের সংকট নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমরা জরুরি অবস্থার মধ্যে আছি। রুডিগার ও আলাবা নেই। সেন্টারব্যাকে ভরসা শুধু জ্যাকোবো র‌্যামন, রাউল আসেনসিও ও অঁরেলিয়ে চুয়ামেনি।’

তবে আতলেতিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পে ও বেলিংহামকে পাওয়ার আশা করছেন তিনি। মার্কার দাবি, হালকা চোটে বিশ্রাম দেওয়ার জন্যই এ দুই তারকাকে লেগানেস ম্যাচে নামানো হয়নি।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments