Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটড্র নয়, মোনাকোর বিপক্ষে জয়ের মিশনে ইন্টার

ড্র নয়, মোনাকোর বিপক্ষে জয়ের মিশনে ইন্টার

শীর্ষ আটে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করতে ইন্টার মিলানের দরকার কেবল একটি ড্র। তবে দলটির কোচ সিমোনে ইনজাগি সতর্ক করেছেন, মোনাকোর বিপক্ষে ম্যাচ সহজ হবে না। ফরাসি ক্লাবটির বিপক্ষে মাঠে নামার আগে জয়ের অঙ্গীকার করেছেন ডিফেন্ডার বাঁজামাঁ পাভার্দ।

সাত ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ইন্টার মিলানের সংগ্রহ ১৬ পয়েন্ট। তাদের অবস্থান চতুর্থ। অন্যদিকে মোনাকো আছে দশম স্থানে। শেষ ষোলোতে সরাসরি যেতে শীর্ষ আটে থাকা চাই ইন্টারের। আর পরবর্তী ধাপে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে মোনাকোর প্রয়োজন জয়।

৩৬ দলের এই আসরে শীর্ষ আট দল পাবে সরাসরি শেষ ষোলোয় জায়গা। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোর জন্য অপেক্ষা করছে প্লে-অফ।

বুধবার ঘরের মাঠে মোনাকোর মুখোমুখি হবে ইন্টার। আগের দিন সতর্ক ইনজাগি বলেন, “মোনাকোর আগ্রাসী খেলার ধরন আমাদের চ্যালেঞ্জে ফেলবে। তবে আমাদের লক্ষ্য স্পষ্ট—শীর্ষ আটে থেকে পরের ধাপে যাওয়া।”

অন্যদিকে ডিফেন্ডার পাভার্দ জানালেন, আত্মবিশ্বাসী ইন্টার জয়ের জন্য লড়বে। “কোচের পরিকল্পনায় আমরা ভালোভাবেই প্রস্তুত। আমরা মোনাকোর বিপক্ষে জয় পেতে সর্বোচ্চ চেষ্টা করব,” বলেছেন তিনি।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments