Sunday, March 30, 2025
spot_img
হোমক্রিকেটআইপিএলে নতুন নিয়ম, বোলারদের বাড়তি সুবিধা!

আইপিএলে নতুন নিয়ম, বোলারদের বাড়তি সুবিধা!

ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম আসর। এবারের আসরে বেশ কিছু নতুন নিয়ম দেখা যাবে, যা বদলে দিতে পারে খেলার ধরন। বিশেষ করে বোলারদের জন্য কিছু নিয়ম বেশ ইতিবাচক হতে পারে বলে মনে করা হচ্ছে।

বলে থুতু লাগানোর অনুমতি ফিরল

করোনা মহামারির পর আইসিসি ক্রিকেট বলে থুতু লাগানো নিষিদ্ধ করেছিল, যা সব ফরম্যাটের ক্রিকেটেই অনুসরণ করা হচ্ছিল। তবে এবার সেই নিয়ম শিথিল করছে আইপিএল। নতুন নিয়ম অনুসারে, বোলাররা আবার বল উজ্জ্বল করতে থুতু ব্যবহার করতে পারবেন। এতে বিশেষ করে রিভার্স সুইং করানো আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

দ্বিতীয় ইনিংসে দুটি নতুন বল!

আইপিএলে এবার দ্বিতীয় ইনিংসের ১০ ওভার শেষে দেওয়া হবে আরেকটি নতুন বল। সাধারণত টি-টোয়েন্টিতে প্রতি ইনিংসে একটি নতুন বল ব্যবহার করা হয়, কিন্তু এবার দ্বিতীয় ইনিংসেই থাকবে দুটি নতুন বল।

এই পরিবর্তনের মূল কারণ হলো রাতের শিশিরের প্রভাব কমানো। শিশিরের কারণে বল ভিজে ভারি হয়ে গেলে ব্যাটারদের বাড়তি সুবিধা হয়। সেটি রুখতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত, যাতে টসের ভূমিকা কমে যায় এবং খেলায় ভারসাম্য বজায় থাকে।

ওয়াইড রিভিউয়ে নতুন প্রযুক্তি

ওয়াইড বলের জন্য রিভিউ নেওয়ার নিয়ম আগেও ছিল, এবার সেটিকে আরও নিখুঁত করতে ব্যবহার করা হবে হক-আই প্রযুক্তি। অফ স্টাম্পের বাইরের ওয়াইড এবং মাথার ওপর দিয়ে যাওয়া বলের বৈধতা যাচাইয়ে এই প্রযুক্তি সহায়তা করবে। ফলে আম্পায়ারের ভুল কমে আসবে এবং সিদ্ধান্ত আরও সঠিক হবে।

স্লো ওভার রেটের শাস্তিতে পরিবর্তন

স্লো ওভার রেটের কারণে এবার প্রথম ম্যাচে খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া। তবে নতুন নিয়মে আর কোনো অধিনায়ককে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না। পরিবর্তে দেওয়া হবে জরিমানা, ডিমেরিট পয়েন্ট এবং মাঠেই শাস্তি হিসেবে ফিল্ডিং বাধ্যবাধকতা আরোপ করা হবে।

এই নিয়ম পরিবর্তনগুলো এবারের আইপিএলে কেমন প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়!

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments