Thursday, March 27, 2025
spot_img
হোমক্রিকেটধারাভাষ্যকক্ষে নতুন ভূমিকায় উইলিয়ামসন

ধারাভাষ্যকক্ষে নতুন ভূমিকায় উইলিয়ামসন

বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ১৮তম আসর শুরু হচ্ছে আজ (শনিবার)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবারের আসরে জমজমাট ধারাভাষ্য প্যানেলও থাকছে, যেখানে প্রথমবারের মতো দেখা যাবে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসনকে।

আইপিএলের মেগা নিলামে দল না পেলেও উইলিয়ামসন থাকছেন ধারাভাষ্যকারের ভূমিকায়। এ বছর পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ খেললেও আইপিএল চলাকালীন নিউজিল্যান্ডের আন্তর্জাতিক কোনো সূচি নেই। সেই সুযোগেই ধারাভাষ্যে অভিষেক হচ্ছে কিউই ব্যাটারের।

উইলিয়ামসনের আইপিএল ক্যারিয়ার:
২০১৫ সালে আইপিএলে অভিষেক হয়েছিল উইলিয়ামসনের। ২০২৪ পর্যন্ত ৭৮টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে ৩৫.৪৭ গড়ে ২১২৮ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। স্ট্রাইক রেট ছিল ১২৫.৬২। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো ফর্মে ছিলেন, পাঁচ ম্যাচে ৪০ গড়ে ২০০ রান করেছেন তিনি।

তারকায় ভরপুর ধারাভাষ্য প্যানেল

উইলিয়ামসনের পাশাপাশি আইপিএলের ধারাভাষ্যকক্ষে থাকছেন অনেক কিংবদন্তি ক্রিকেটার। এবারের আসরে ধারাভাষ্য দেবেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, অনিল কুম্বলে, হরভজন সিং, এবি ডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, মার্ক বাউচার, রবিন উথাপ্পা, শিখর ধাওয়ান, সুরেশ রায়নাদের মতো তারকারা।

আইপিএল ২০২৫ ধারাভাষ্য প্যানেল:

ভারতীয় তারকা: সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, অনিল কুম্বলে, হরভজন সিং, অজয় জাদেজা, নভজিত সিং সিধু, আকাশ চোপড়া, সঞ্জয় মাঞ্জরেকার, সঞ্জয় বাঙ্গার, আরপি সিং, শিখর ধাওয়ান, বরুন অ্যারন, প্রজ্ঞান ওঝা, সুরেশ রায়না, মোহাম্মদ কাইফ, পিযূষ চাওলা, আম্বাতি রায়ডু।

বিদেশি তারকা: এবি ডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, মার্ক বাউচার, রবিন উথাপ্পা, কেইন উইলিয়ামসন।

মাঠের উত্তেজনার পাশাপাশি ধারাভাষ্য কক্ষে তারকাদের উপস্থিতি এবারের আইপিএলকে আরও জমজমাট করে তুলবে, এতে কোনো সন্দেহ নেই।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments