ভারতে এবারের আইপিএল শুরুর তারিখ পরিবর্তন করেছে বিসিসিআই। ১৮তম আসরটি পূর্ব ঘোষণা অনুযায়ী ১৪ মার্চের বদলে শুরু হবে ২১ মার্চ। সেই অনুযায়ী, ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলের মধ্যে পর্যাপ্ত সময় রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুবাই বা লাহোরে। এই ফাইনালের মাত্র পাঁচ দিনের মধ্যে আইপিএল শুরু হওয়ায় বিরতির অভাব হত। তাই দুই ইভেন্টের মধ্যে দুই সপ্তাহ ব্যবধান রাখা হয়েছে।
উদ্বোধনী ম্যাচসহ আইপিএলের ফাইনাল আয়োজন করবে কলকাতার ইডেন গার্ডেন্স। এছাড়া, প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। এবারের আসরেও থাকছে গতবারের মতো ৭৪টি ম্যাচ।