বল হাতে স্বপ্নের মতো বছর কাটানোর স্বীকৃতি পেলেন জাসপ্রিত বুমরাহ। ভারতের তারকা ফাস্ট বোলার প্রথমবারের মতো জিতলেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মর্যাদাপূর্ণ ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি।’
গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি ও সমর্থকদের ভোটে ২০২৪ সালের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন বুমরাহ। সেরার লড়াইয়ে তিনি হারিয়েছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে।
ভারতের প্রথম পেসার ও পঞ্চম ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন বুমরাহ। এর আগে রাহুল দ্রাবিড়, সাচিন টেন্ডুলকার, রাভিচান্দ্রান অশ্বিন ও ভিরাট কোহলি এই পুরস্কার পান।
গত বছর টেস্টে দুর্দান্ত ফর্মে ছিলেন ৩১ বছর বয়সী বুমরাহ। ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে শিকার করেন ৭১ উইকেট। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১৫-এর নিচে বোলিং গড়ে এক বছরে অন্তত ৭০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।
অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দলকে নেতৃত্ব দিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ হারের মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ান। পাঁচ টেস্টে ১৩.০৬ গড়ে ৩২ উইকেট নিয়ে ভাঙেন রেকর্ড।
বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেন বুমরাহ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন ওভারপ্রতি মাত্র ৪.১৭ ইকোনমিতে।
বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ৭ রানে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ ম্যাচেও ছিলেন ম্যাচসেরা।
২০২৪ সালে ওয়ানডে খেলেননি বুমরাহ। তবে তার সাফল্যেই ভারত পেল দীর্ঘ ১৭ বছরের শিরোপা খরা কাটানোর আনন্দ।