জোয়াও ফেলিক্সকে দলে ভেড়াল এসি মিলান। চেলসি থেকে মৌসুমের বাকি সময়ের জন্য ধারে ইতালিয়ান ক্লাবটির হয়ে খেলবেন পর্তুগিজ ফরোয়ার্ড।
ইতালিয়ান ক্লাবটি মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, এই চুক্তিতে ফেলিক্সকে স্থায়ীভাবে কিনে নেওয়ার কোনো ধারা রাখা হয়নি। সোমবার মেডিকেল পরীক্ষা শেষে চুক্তিতে সই করেন তিনি।
২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড এর আগে ২০২২-২৩ মৌসুমেও চেলসিতে ধারে খেলেছিলেন। এবার আতলেতিকো মাদ্রিদ থেকে সাত বছরের স্থায়ী চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছিলেন তিনি।
সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, চুক্তির মূল্য প্রায় ৫ কোটি ইউরো। যদিও এন্টসো মারেস্কার অধীনে প্রিমিয়ার লিগে সেভাবে সুযোগ পাননি। ১২ ম্যাচে একটি মাত্র গোল করেন তিনি।
নতুন ক্লাবে ফেলিক্স বেছে নিয়েছেন ৭৯ নম্বর জার্সি। ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে বুধবার রোমার বিপক্ষে অভিষেক হতে পারে তার।