Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলবেলিংহ্যামের লাল কার্ড, শীর্ষস্থান হারানোর শঙ্কায় রিয়াল

বেলিংহ্যামের লাল কার্ড, শীর্ষস্থান হারানোর শঙ্কায় রিয়াল

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ওসাসুনার মাঠে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের গোলেও তিন পয়েন্ট নিশ্চিত করতে পারেনি ইউরোপের সফলতম ক্লাবটি। জুড বেলিংহ্যামের লাল কার্ডের পর ১০ জনের দলে পরিণত হওয়া রিয়াল খেই হারিয়ে ফেলে, আর সেই সুযোগ কাজে লাগিয়েই পেনাল্টি থেকে সমতা ফেরায় ওসাসুনা।

এই ড্রয়ের ফলে লা লিগায় টানা তিন ম্যাচে জয়শূন্য রইলো কার্লো আনচেলত্তির দল। এর আগে এস্পানিওলের বিপক্ষে হারের পর আতলেতিকো মাদ্রিদের সঙ্গেও ড্র করেছিল তারা।

প্রথমার্ধ: এমবাপের গোল, বেলিংহ্যামের লাল কার্ড

ম্যাচের শুরুতেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। ৩ মিনিটে এমবাপের দারুণ ক্রসে হেড লক্ষ্যে রাখতে ব্যর্থ হন ভিনিসিউস জুনিয়র। ৭ মিনিট পর এমবাপের শট ঠেকিয়ে দেন ওসাসুনার গোলরক্ষক।

অবশেষে ১৫ মিনিটে রেয়ালকে এগিয়ে দেন এমবাপে। ফেদে ভালভের্দের নিখুঁত ক্রসে স্লাইড করে দুর্দান্ত ফিনিশিং দেন ফরাসি তারকা। ২১ মিনিটে রেফারির সঙ্গে তর্ক করায় হলুদ কার্ড দেখেন কোচ আনচেলত্তি।

২৮তম মিনিটে ওসাসুনার দারুণ এক আক্রমণ ঠেকিয়ে দলকে বাঁচান থিবো কোর্তোয়া। এরপর ৩৩ মিনিটে আবারও গোলের সুযোগ আসে ওসাসুনার সামনে, তবে এবারও বাধা হয়ে দাঁড়ান কোর্তোয়া।

এরপরই ঘটে ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত! ৩৯ মিনিটে জুড বেলিংহ্যাম সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। রিপ্লেতে কোনো স্পষ্ট ফাউল দেখা যায়নি, তবে ধারণা করা হচ্ছে, রেফারির সঙ্গে আপত্তিকর মন্তব্য করায় তাকে বের করে দেওয়া হয়।

দ্বিতীয়ার্ধ: পেনাল্টি থেকে সমতা ফেরায় ওসাসুনা

১০ জনের দল নিয়েও দ্বিতীয়ার্ধের শুরুতে কিছু আক্রমণ শানায় রিয়াল। তবে ৫৮তম মিনিটে ম্যাচে সমতা ফেরান ওসাসুনার আন্তে বুদেমির। বক্সের ভেতরে এদুয়ার্দো কামাভিঙ্গার ফাউলের কারণে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সফল স্পট কিকে গোল করে দলকে সমতায় ফেরান বুদেমির।

এরপর ৭৩তম মিনিটে এমবাপের সামনে দারুণ এক সুযোগ আসে, কিন্তু বল নিয়ন্ত্রণ করতে দেরি করায় গোলরক্ষকের হাতে আটকে যায়। দুই মিনিট পর ভিনিসিউস নিজের ব্যক্তিগত স্কিল দেখাতে গিয়ে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন।

৮২তম মিনিটে লুকা মদ্রিচের দারুণ ভলিও লক্ষ্যে থাকেনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে রাউল গার্সিয়ার হেড ঠেকিয়ে দেন কোর্তোয়া। ম্যাচের শেষ সুযোগ আসে এমবাপের সামনে, কিন্তু তার জোরালো শট এক হাতে ফিরিয়ে দেন ওসাসুনার গোলরক্ষক।

শীর্ষস্থান হারানোর শঙ্কায় রিয়াল!

এই ড্রয়ের ফলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখলেও বিপদে পড়েছে রিয়াল। ২৪ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে তারা। তবে আতলেতিকো মাদ্রিদ (২৪ ম্যাচে ৫০ পয়েন্ট) ও বার্সেলোনা (২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট) যেকোনো সময় তাদের টপকে যেতে পারে।

অন্যদিকে, ওসাসুনা ৩৪ পয়েন্ট নিয়ে লিগের সপ্তম স্থানে উঠে এসেছে। এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচে দলের এই ধাক্কা কাটিয়ে রিয়াল কীভাবে ঘুরে দাঁড়ায়!

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments