Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটশেষ তিন ওভারে খুলনার দুঃস্বপ্ন, রংপুরের সাতে সাত

শেষ তিন ওভারে খুলনার দুঃস্বপ্ন, রংপুরের সাতে সাত

সোমবার সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে সহজ সমীকরণের ম্যাচও জিততে পারল না খুলনা টাইগার্স। ১৮৬ রানের লক্ষ্যে ৩ উইকেটে ১৬৫ থেকে শেষ ১৮ বলে ৬ উইকেট হারিয়ে ৮ রানে হেরে বসে তারা।

শেখ মেহেদীর করা ১৮তম ওভারে মাত্র ৪ রান আর আফিফের উইকেট হারিয়ে চাপ বাড়ে খুলনার। ১৯তম ওভারে আকিফ জাভেদের বলেও ৬ রানে পড়ল আরও ২ উইকেট। শেষ ওভারে দরকার ছিল ১২ রান। কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিনের দারুণ বোলিংয়ে মাত্র ২ রান তুলতে পারে তারা, সঙ্গে হারায় ৩টি উইকেট।

এর আগে, খুশদিল শাহর ৩৫ বলে ৭৩ রান রংপুরকে ১৮৬ রানে নিয়ে যায়। তার সঙ্গে ইফতেখারের ১১৫ রানের জুটিই ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। ম্যাচসেরার পুরস্কারও ওঠে খুশদিলের হাতে।

এই জয়ে টানা সাত ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর, যেখানে খুলনার এই হার তাদের জন্য আরও বড় ধাক্কা।

 

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments