দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে শেষ চারে জায়গা করে নিতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় ছিল খুলনা টাইগার্সের জন্য বাধ্যতামূলক। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও ঢাকাকে মাত্র ১২৩ রানে থামিয়ে কাজ সহজ করে দেন হাসান মাহমুদ ও উইলিয়াম বসিস্তো।
লক্ষ্য তাড়ায় খুলনার শুরুটা অবশ্য ধাক্কা খায়। নাইম শেখ ও আফিফ হোসেন দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঝোড়ো হাফ সেঞ্চুরিতে সেই চাপ সহজেই সামলে ৬ উইকেটের বড় জয় পায় খুলনা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকাকে হারিয়ে খুলনা পৌঁছে গেল প্লে-অফে। রানরেটের ব্যবধানে ১২ পয়েন্ট নিয়েও ছিটকে গেল রাজশাহী।
দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে চিটাগং কিংস জয় পেলেই কোয়ালিফায়ারে খেলবে তারা। অন্যথায় রংপুরের মুখোমুখি হবে খুলনা এলিমিনেটরে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিমের ৫৮ রানের ইনিংসে ভর করে ঢাকার সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২৩ রান। সঙ্গী না পাওয়ায় তার দুর্দান্ত ব্যাটিং বিফলে যায়। খুলনার হয়ে হাসান ও বসিস্তো নেন ২টি করে উইকেট।
১২৪ রানের লক্ষ্যে নেমে নাইম ও আফিফের দ্রুত বিদায়ের পর মিরাজ ও অস্ট্রেলিয়ান রসের ৬৮ রানের জুটিতে জয় নিশ্চিত করে খুলনা। মিরাজ ৭৪ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরার পুরস্কার জেতেন।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ক্যাপিটালস: ১২৩/৯ (তামিম ৫৮, সাব্বির ২০; হাসান ২/৫, বসিস্তো ২/১০)
খুলনা টাইগার্স: ১২৮/৪ (মিরাজ ৭৪*, রস ২২; মুস্তাফিজ ৩/১৬)