বিশ্বকাপ বাছাইপর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধাক্কা খেল দক্ষিণ কোরিয়া। দলের প্রধান ডিফেন্ডার কিম-মিন-জে চোটের কারণে ছিটকে গেছেন। তাকে না পাওয়ায় শুধু হতাশই নয়, কোরিয়া কোচ হং মিউং বো ক্ষোভ ঝেড়েছেন বায়ার্ন মিউনিখের ওপর।
কিম-মিন-জেকে ছাড়া নামছে কোরিয়া
আগামী বৃহস্পতিবার ওমান এবং পাঁচ দিন পর জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া। প্রথম ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে ছিলেন কিম-মিন-জে। তবে ‘অ্যাকিলিস ইনজুরি ও পুনর্বাসনের জন্য’ গত শনিবার তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
বায়ার্নের অবহেলায় চোট? ক্ষোভ কোচের কণ্ঠে
কিম-মিন-জের চোট গুরুতর কিছু না হলেও, সতর্কতার দরকার ছিল বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার কোচ। তার মতে, বায়ার্ন মিউনিখ যদি সঠিকভাবে খেলোয়াড়ের যত্ন নিত, তাহলে এমন চোট নাও হতে পারত।
“দুর্ভাগ্যবশত, বায়ার্ন মিউনিখ চোট প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেয়নি। ফলে আমাদের এমন পরিস্থিতিতে পড়তে হলো, যেখানে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই নামতে হচ্ছে।”
“একটি ম্যাচ গুরুত্বপূর্ণ বলেই কিমকে মাঠে নামানো ঠিক হয়নি। গত বছর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে সতর্ক থাকার প্রয়োজন ছিল। আমরা সেই ইঙ্গিত পেয়েছিলাম, কিন্তু বায়ার্ন যথাযথ ব্যবস্থা নেয়নি।”
বায়ার্নের হয়ে নিয়মিত খেলছেন কিম
বুন্দেসলিগার গত ১৬ ম্যাচের ১৩টিতেই খেলেছেন কিম-মিন-জে। তবে চোটের কারণে গত শনিবার ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে খেলতে পারেননি। দক্ষিণ কোরিয়ার কোচের মতে, সঠিক পরিচর্যা পেলে হয়তো এত দ্রুত তাকে ছিটকে যেতে হতো না।
বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দক্ষিণ কোরিয়া এই সেরা ডিফেন্ডারকে ছাড়া কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়!