Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলপিএসজি ছেড়ে ধারে জুভেন্টাসে মুয়ানি

পিএসজি ছেড়ে ধারে জুভেন্টাসে মুয়ানি

প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) অনিয়মিত হয়ে পড়া ফরাসি ফরোয়ার্ড রান্দাল কোলো মুয়ানি মৌসুমের বাকি অংশ খেলবেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে। সি রি আর দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, তাকে ধারে নিতে তাদের খরচ হয়েছে ১০ লাখ ইউরো, সঙ্গে অতিরিক্ত ২৬ লাখ ইউরো।

চলতি মৌসুমে লিগ আঁ’য় শুরুর তিন ম্যাচে দুই গোল করলেও কোচ লুইস এনরিকের পরিকল্পনায় জায়গা হারিয়ে ফেলেন মুয়ানি। শুরুর একাদশে নামতে পেরেছেন মাত্র দুটি ম্যাচে। গত ৬ ডিসেম্বরের পর আর মাঠে নামার সুযোগ হয়নি তার।

তবে ফরাসি জাতীয় দলে নিয়মিত খেলছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ৯ কোটি ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি। পিএসজির হয়ে ৫৪ ম্যাচে করেছেন ১১ গোল। ফ্রান্সের হয়ে ২৭ ম্যাচে তার গোল ৮টি।

এই মৌসুমে এখন পর্যন্ত সেরি আর একমাত্র অপরাজিত দল জুভেন্টাস। তবে থিয়াগো মোত্তার দল ২১ ম্যাচের মধ্যে ১৩টিই ড্র করেছে। ৮ জয় নিয়ে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে তারা লিগ টেবিলের পাঁচ নম্বরে। শীর্ষে থাকা নাপোলির চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে তারা। শনিবার নাপোলির মাঠে মুখোমুখি হবে জুভেন্টাস।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments