ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকারের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বিদেশি ক্লাবে খেলার। তবে পাকাপাকিভাবে নয়, ধারে ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে মৌসুমের বাকি অংশে খেলবেন ম্যানচেস্টার সিটির এই ফুটবলার।
৩৪ বছর বয়সী ওয়াকারকে ধারের ভিত্তিতে দলে ভিড়িয়েছে সিরি আর ক্লাবটি। চুক্তি শেষে মিলান চাইলে তাকে স্থায়ীভাবে কিনতে পারবে।
২০১৭ সালে টটেনহ্যাম হটস্পার থেকে ম্যান সিটিতে যোগ দেওয়া ওয়াকার ক্লাবটির হয়ে ৩১৯ ম্যাচে মাঠে নেমেছেন। জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৭টি শিরোপা।
তবে চলতি মৌসুমে শুরুর একাদশে নিয়মিত হতে পারছেন না তিনি। প্রিমিয়ার লিগে কেবল ৯ ম্যাচে শুরুর একাদশে ছিলেন। সবশেষ খেলেছেন ৪ জানুয়ারি ওয়েস্ট হ্যামের বিপক্ষে। এরপরই কোচ পেপ গুয়ার্দিওলাকে ইংল্যান্ডের বাইরে খেলার ইচ্ছার কথা জানান।
শুরুতে সৌদি প্রো লিগে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও, শেষমেশ ইতালির এসি মিলানকেই নতুন গন্তব্য হিসেবে বেছে নিলেন ওয়াকার।