ইংল্যান্ডের রাইট-ব্যাক কাইল ওয়াকার ম্যানচেস্টার সিটি ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন। শুক্রবার এই দল বদলের খবর নিশ্চিত করেছে দুই ক্লাব।
৩৪ বছর বয়সী ওয়াকার চলতি মৌসুমের বাকি সময় মিলানে খেলবেন, এবং আসছে গ্রীষ্মে তার চুক্তি পাকাপাকি হতে পারে।
চলতি মৌসুমে সিটির অধিনায়ক হিসেবে কঠিন সময় পার করছিলেন ওয়াকার। ১৫ ডিসেম্বর ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর থেকে তিনি আর মাঠে নামেননি।
২০১৭ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে সিটিতে যোগ দেওয়ার পর তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। এই সময়ে সিটিকে ছয়টি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে তার ভূমিকা ছিল। ২০২৩ সালে সিটির হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন।
ম্যানচেস্টার সিটি ছাড়ার সময় সোশ্যাল মিডিয়ায় ওয়াকার বলেন, “২০১৭ সালে সিটিতে যোগ দেওয়া ছিল অবিশ্বাস্য, স্বপ্ন সত্যি হওয়ার মত। সাত বছরে চ্যাম্পিয়ন্স লিগসহ ১৭টি ট্রফি জিতেছি, যা আমি শৈশবে স্বপ্ন দেখতাম।”
এসি মিলানে যোগ দিয়ে ওয়াকার বলেন, “এসি মিলানে যোগ দিতে পেরে আমি গর্বিত। এই ক্লাবের অনেক উজ্জ্বল ইতিহাস রয়েছে। ছোটবেলা থেকে আমি এটি অনুসরণ করি, এবং মিলানের জার্সি পরা সম্মানের বিষয়।”