Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটরোনালদোর ছায়ায় নয়, নিজেই কিংবদন্তি হতে চান এমবাপে

রোনালদোর ছায়ায় নয়, নিজেই কিংবদন্তি হতে চান এমবাপে

রিয়াল মাদ্রিদের নতুন ‘গ্যালাকটিকো’ কিলিয়ান এমবাপেকে ক্রিস্টিয়ানো রোনালদোর উচ্চতায় পৌঁছানোর সামর্থ্য রাখেন বলে মনে করছেন কার্লো আনচেলোত্তি। তার মতে, কঠোর পরিশ্রম করলে ফরাসি তারকা রোনালদোর মতোই কিংবদন্তি হয়ে উঠতে পারেন।

রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো, যিনি ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ক্লাবটির হয়ে ৪৫১ গোল করেছিলেন ৪৩৮ ম্যাচে। বর্তমানে ৪০ বছর বয়সেও সৌদি প্রো লিগের আল-নাসরে খেলে যাচ্ছেন তিনি।

রিয়াল মাদ্রিদ ২০২৪ সালে এমবাপেকে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়ায়, যিনি এর আগে পিএসজির হয়ে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেছিলেন। লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম মৌসুমেই দারুণ ছন্দে আছেন ২৬ বছর বয়সী এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করে মৌসুমে তার গোলসংখ্যা ২৮-এ নিয়ে গেছেন।

এমবাপের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন রিয়াল কোচ আনচেলোত্তি। তিনি বলেন, “রোনালদোর রেকর্ড ছোঁয়ার সামর্থ্য এমবাপের আছে। তবে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ ক্রিস্টিয়ানো অনেক উচ্চ মানদণ্ড তৈরি করেছেন। কিন্তু এমবাপে রিয়ালে খেলার জন্য দারুণ উদ্দীপ্ত, সে ক্রিস্টিয়ানোর পর্যায়ে যেতে পারে।”

রিয়ালে ৯ নম্বর জার্সি পরে মাঠ কাঁপাচ্ছেন এমবাপে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা বলেন, “গত মৌসুমে আমি চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলাম, কিন্তু ট্রফি কি জিততে পেরেছিলাম? না। আমি ব্যক্তিগত রেকর্ডের চেয়ে শিরোপা জিততে চাই। যদি ৫০ গোল করতে পারি এবং দলের শিরোপা আসে, তাহলে তাতেই আমি খুশি।”

এমবাপে আগেও বলেছিলেন যে, তিনি রোনালদোর ছায়ায় থাকতে চান না, বরং নিজেই ইতিহাস গড়তে চান। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ট্রফি জিতেছেন এবং দলকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে তুলেছেন। একইসঙ্গে লা লিগায় বার্সেলোনার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে আনচেলোত্তির দল।

 

 

 

 

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments