Friday, April 11, 2025
spot_img
হোমফুটবললেভানডফস্কির গোলে বার্সার কষ্টার্জিত জয়

লেভানডফস্কির গোলে বার্সার কষ্টার্জিত জয়

লা লিগায় পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ছিল বার্সেলোনার সামনে। অবনমন অঞ্চলের দল আলাভেসকে স্তাদিও অলিস্পিক লুইস কোম্পানিসে আতিথ্য দিলেও সহজ জয় পায়নি কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই আলাভেসের দৃঢ় রক্ষণ আর পাল্টা আক্রমণে চাপে ছিল বার্সা। প্রথমার্ধে স্বাগতিকদের আক্রমণভাগ ছিল নিস্প্রভ। একটি মাত্র লক্ষ্যে শট নিতে পারে তারা। এদিকে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তরুণ মিডফিল্ডার গাভিকে।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সা। অবশেষে ম্যাচের ৭১ মিনিটে রবার্ট লেভানডফস্কির শাণিত শটে ডেডলক ভাঙে কাতালানরা। লিগে এটি তার ১৭তম গোল।

গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি বার্সা। অন্যদিকে দ্বিতীয়ার্ধে কিছু আক্রমণ করলেও সমতা ফেরাতে ব্যর্থ হয় আলাভেস।

এই জয়ে লা লিগায় বার্সার পয়েন্ট হলো ৪৫। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৪৯। আতলেতিকোর সঙ্গে ব্যবধান এখন মাত্র ৩। পয়েন্ট তালিকার এমন পরিস্থিতি লা লিগায় উত্তেজনাপূর্ণ শিরোপা লড়াইয়ের আভাসই দিচ্ছে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments