বার্সেলোনার প্রতিটি জয়ে আলো ছড়াচ্ছেন লামিনে ইয়ামাল। কোপা দেল রে’তে রিয়াল বেতিসের বিপক্ষে ৫-১ গোলের জয়ে এক গোল করে এবং এক গোল করিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ সতীর্থ গাভি বললেন, “মেসির পর ইয়ামালই সেরা।”
তবে মেসির সঙ্গে তুলনা করাকে বোকামি বলে মনে করেন গাভি। তার ভাষায়, “মেসি এক ও অদ্বিতীয়। আমাদের নিজেদের পথ তৈরি করতে হবে।” বার্সা কোচ হ্যান্সি ফ্লিক এবং সতীর্থ পাউ কুবারসিওও ইয়ামালের প্রশংসায় পঞ্চমুখ।
ফ্লিকের মতে, বড় ম্যাচে ইয়ামালের প্রতিভা উজ্জ্বল হয়ে ওঠে, তবে এই প্রতিভাকে যত্ন নিয়ে গড়ে তুলতে হবে। কুবারসিও বলেন, “লামিনকে আমি বহু বছর উপভোগ করেছি, এখন সবাই উপভোগ করছে।”
বার্সার নতুন তারকা ইয়ামাল যেন ক্লাবের পরবর্তী সাফল্যের প্রতীক হয়ে উঠছেন।