বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে আরও একটি বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। দলের অন্যতম নির্ভরযোগ্য স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ হ্যামস্ট্রিং চোটের কারণে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না। বুধবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি নিশ্চিত করেছে।
ইন্টারের হয়ে ফিরলেও জাতীয় দলের হয়ে ছিটকে গেলেন
গত সপ্তাহে ফেইনুর্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোটের কারণে বেঞ্চে বসেছিলেন লাউতারো। তবে রবিবার সিরি আ’তে আতালান্তার বিপক্ষে ইন্টারের হয়ে ফিরে গোলও করেন তিনি। কিন্তু এরপরই তার বাম হ্যামস্ট্রিংয়ে নতুন করে চোট ধরা পড়ে, ফলে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি।
মেসির পর আরও এক তারকা বাইরে, বাড়ছে দুশ্চিন্তা
এর আগে পেশির চোটের কারণে অধিনায়ক লিওনেল মেসিও স্কোয়াড থেকে ছিটকে গেছেন। শুধু মেসি বা লাউতারো নন, আর্জেন্টিনাকে খেলতে হবে গঞ্জালো মন্তিয়েল, জিওভানি লো সেলসো ও পাউলো দিবালাকে ছাড়াই। ফলে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে দলটি কঠিন অবস্থার মধ্যে পড়েছে।
বিশ্বচ্যাম্পিয়নদের শীর্ষস্থান ধরে রাখার লড়াই
বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। তবে ইনজুরি সমস্যায় ভুগতে থাকা দলটি শুক্রবার উরুগুয়ের মুখোমুখি হবে এবং চারদিন পর ব্রাজিলকে আতিথ্য দেবে।
দেখার বিষয়, এই গুরুত্বপূর্ণ দুই ম্যাচে শীর্ষস্থান ধরে রাখতে পারে কিনা স্কালোনির দল!