Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলসালাহ-দিয়াস জুটিতে লিভারপুলের স্বস্তির জয়

সালাহ-দিয়াস জুটিতে লিভারপুলের স্বস্তির জয়

আগের ম্যাচে শেষ মুহূর্তে জয় হাতছাড়া করা লিভারপুল এবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে জয় তুলে নিয়েছে ২-১ ব্যবধানে। অ্যানফিল্ডে রবিবারের ম্যাচে লুইস দিয়াস ও মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা খেই হারিয়ে এক গোল হজম করে দলটি।

প্রথমার্ধের ১৫তম মিনিটে সালাহর পাস থেকে গোল করেন দিয়াস, যদিও সেটি ডিফেন্ডারের গায়ে লেগে গিয়েছিল। ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ, যা ভিএআর রিভিউতেও বহাল থাকে।

দ্বিতীয়ার্ধে উলভস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং ৬৭তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়া দুর্দান্ত শটে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি তারা।

এই জয়ে লিভারপুল ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে, পিছনে ফেলেছে ৫৩ পয়েন্ট নিয়ে থাকা আর্সেনালকে। অন্যদিকে, ১৯ পয়েন্ট নিয়ে অবনমন শঙ্কায় রয়েছে উলভস।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments