Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলসালাহ-এলিয়টের নৈপুণ্যে লিভারপুলের টানা জয়

সালাহ-এলিয়টের নৈপুণ্যে লিভারপুলের টানা জয়

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে অপ্রতিরোধ্য লিভারপুল। নিজেদের মাঠ অ্যানফিল্ডে ফরাসি ক্লাব লিলকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্নে স্লটের দল।

মঙ্গলবারের ম্যাচে ৩৪ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ। তবে ৬২ মিনিটে জনাথন ডেভিড গোল করে লিলকে সমতায় ফেরান। এর আগে, ৬০ মিনিটে লালের কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হলেও লিল দারুণ লড়াই চালিয়ে যাচ্ছিল।

তবে সেই লড়াই থামিয়ে দেন হার্ভি এলিয়ট। ৬৭ মিনিটে তার ডিফ্লেক্টেড শট থেকে জয়সূচক গোল আসে। লিল এর আগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলকে হারিয়ে তাক লাগিয়েছিল, তবে লিভারপুলের সামনে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।

এই জয়ে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রাখার পাশাপাশি প্রমাণ করল কেন তারা শীর্ষ ক্লাবগুলোর মধ্যে অন্যতম।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments