রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্প্যানিশ ফুটবল। শনিবার সান্তিয়াগো বার্নাবেউতে লা লিগার গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচে মুখোমুখি হবে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ও এক পয়েন্ট পিছিয়ে থাকা দ্বিতীয় স্থানের আতলেতিকো মাদ্রিদ।
মাদ্রিদ ডার্বির মতো হাইভোল্টেজ ম্যাচের আগে ফুটবল বাদ দিয়ে বরং এই বিষয় নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টাও চলছে আতলেতিকো মাদ্রিদ শিবিরে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য আপাতত সেই চেষ্টায় গেলেন না। তবে, লা লিগা প্রধান হাভিয়ের তেবাসের তীর্যক মন্তব্যের পাল্টা জবাব দিতে পিছপা হলেন না তিনি।
স্প্যানিশ ফুটবলে অনেক পক্ষ থেকে অনেক সময় দাবি করা হয় যে, বর্তমান পদ্ধতিতে বাড়তি সুবিধা পেয়ে থাকে রিয়াল। সেই প্রসঙ্গ টেনেও নিজেদের অবস্থান তুলে ধরেন আনচেলত্তি।
“আমি শুনতে পাই, (রেফারিং নিয়ে) কেউ খুশি নয়। মানুষ মনে করে, এই পদ্ধতিতে রিয়াল মাদ্রিদ বাড়তি সুবিধা পায়, কিন্তু রিয়াল মাদ্রিদই যখন এটাকে পরিবর্তন করতে চাচ্ছে, তখন আবার সবাই এর বিপক্ষে চলে গেছে। এতে আমি কিছুটা অবাক হয়েছি…আমরা এখনও অডিওটা (রেকর্ডিং) পাইনি। জানি না, তারা কেন আমাদের সেটা দিতে চাচ্ছেন না।”
গত সপ্তাহে এস্পানিওলের বিপক্ষে মাদ্রিদের ২-১ গোলের চমকপ্রদ হার পরিস্থিতিকে আরও জটিল করেছে। ম্যাচে এস্পানিওলের ডিফেন্ডার কার্লোস রোমেরো কিলিয়ান এমবাপেকে চ্যালেঞ্জ করেও লাল কার্ড এড়ান এবং পরে সেই ম্যাচে জয়সূচক গোলটি করেন।
এই ঘটনার পর লা লিগার রেফারিংকে ‘বিভ্রান্তিকর’ বলে আক্রমণ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে চিঠি দেয় রিয়াল মাদ্রিদ। এরই প্রেক্ষিতে লা লিগা প্রধান হাভিয়ের তেবাস মন্তব্য করেন, রিয়াল নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। উল্টো ক্লাবটির বিরুদ্ধেই অভিযোগ আনেন তিনি।
এদিকে, বিষয়টি নিয়ে মাদ্রিদ ডার্বির আগে প্রতিপক্ষকে তীব্র সমালোচনা করেন আতলেতিকোর দুই খেলোয়াড়।
বৃহস্পতিবার ইএসপিএন-এর সঙ্গে আলাপে গোলরক্ষক ইয়ান ওবলাক বলেন, রেফারিদের নিজেদের মতো কাজ করতে দেওয়াটাই সবার জন্য মঙ্গলজনক। সতীর্থের সঙ্গে সুর মেলান আতলেতিকোর ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেসও।
“খেলোয়াড় হিসেবে আমরা নিজেদের কাজের দিকে মনোযোগ দেই। আমি আশা করব, যা ঘটেছে তা কেবল একটি বিবৃতির বাইরে যাবে না এবং কেউ যেন প্রভাবিত বা চাপ অনুভব না করে।”
আতলেতিকো সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে আবহটাকে আরও উত্তপ্ত করেছে। সেখানে তারা অভিযোগ করেছে, রেয়াল নিজেদের টিভি চ্যানেলে ম্যাচ অফিসিয়ালদের নানা ভুলের হাইলাইটস প্রচার করে রেফারিদের ওপর ‘চাপ দেওয়ার চেষ্টা করছে।’
এখন দেখার বিষয়, মাঠের বাইরের এসব বিতর্ক মাঠের লড়াইয়ে কেমন প্রভাব ফেলে। ২২ রাউন্ডে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেয়াল। ১৪ জয় ও ৬ ড্রয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আতলেতিকো।