Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলবিপর্যস্ত ইউনাইটেড, দলের মনোবল বাড়াতে নৈশভোজের আয়োজন

বিপর্যস্ত ইউনাইটেড, দলের মনোবল বাড়াতে নৈশভোজের আয়োজন

চলতি মৌসুমে ভয়াবহ ফর্মে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের  একসঙ্গে একটি বিশেষ  করেছে।

প্রিমিয়ার লিগে শেষ ১২ ম্যাচে ৮ হার – এমন শোচনীয় পারফরম্যান্সের পর শিষ্যরা দলগত বন্ধন দৃঢ় করতে ম্যানচেস্টার শহরে একসঙ্গে রাতের খাবারে বসবেন বলে জানিয়েছে মেইল স্পোর্ট।

কোচ রুবেন আমোরিমের অধীনে দল ভালো করতে পারছে না – এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ড্রেসিংরুমে। দলের কিছু খেলোয়াড়ের মধ্যে অসন্তোষ দেখা গেছে, যার ফলে কোচের উপর থেকে আস্থা হারাতে শুরু করেছেন অনেকে।

বর্তমানে ১৫তম স্থানে থাকা ইউনাইটেডের সামনে কঠিন পরীক্ষা – সামনে এভারটন ও ইপসুইচের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। যদিও তারা ১২ পয়েন্ট এগিয়ে রেলিগেশন জোন থেকে, তবে দলের ভয়াবহ ফর্মের কারণে শঙ্কা কাটছে না।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments