ম্যানচেস্টার ইউনাইটেডের বিক্রির গুঞ্জনে ইতি টানলেন ক্লাবের অন্যতম মালিক অ্যাভরাম গ্লেজার। মায়ামিতে স্কাই স্পোর্টসের প্রশ্নের উত্তরে তিনি এক শব্দেই জানিয়ে দিলেন – “না”।
অর্থনৈতিক সংকট ও বাজে পারফরম্যান্সে বিপর্যস্ত ইউনাইটেড। নতুন কোচ এরিক টেন হাগের বিদায়ে এবং স্পোর্টিং ডিরেক্টর ড্যান অ্যাশওর্থের বহিষ্কারে ক্লাব ইতোমধ্যে ১৪.৫ মিলিয়ন পাউন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তদুপরি, ক্লাবের মোট দেনা ছাড়িয়েছে ১ বিলিয়ন পাউন্ড, যার মধ্যে ৭৩১ মিলিয়ন পাউন্ড সরাসরি আর্থিক দায় এবং ৩০০ মিলিয়ন পাউন্ড খেলোয়াড় কেনাবেচার ঋণ।
ফ্যানদের আশা ছিল ব্রিটিশ ধনকুবের স্যার জিম র্যাটক্লিফ নতুন দিন এনে দেবেন। কিন্তু তার টিকিটের দাম বৃদ্ধি এবং ২৫০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত আরও ক্ষুব্ধ করেছে সমর্থকদের।
প্রিমিয়ার লিগে ১৫তম স্থানে থাকা ইউনাইটেডের পারফরম্যান্স হতাশাজনক। তাদের পরবর্তী ম্যাচ রবিবার এভারটনের বিপক্ষে গুডিসন পার্কে, যেখানে জয় পেতে মরিয়া হবে রেড ডেভিলরা।