Friday, April 4, 2025
spot_img
হোমফুটবলওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের হতাশার দিন

ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের হতাশার দিন

নিজেদের মাঠে আবারও ব্যর্থতার জাল ছিঁড়তে ব্যর্থ ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের কাছে রোববার ২-০ গোলে হেরে যায় তারা।

প্যালেসের হয়ে জোড়া গোল করেন ফরাসি ফরোয়ার্ড জ্যঁ ফিলিপ মাতেতা। দুটি গোলই আসে দ্বিতীয়ার্ধে।

এর আগে ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছিল ইউনাইটেড। এবার আরও একবার ওল্ড ট্র্যাফোর্ডে দর্শকদের হতাশ করলেন ব্রুনো ফের্নান্দেস, গার্নাচোরা।

মৌসুমে এখন পর্যন্ত নিজেদের মাঠে সাতটি লিগ ম্যাচে হেরেছে ইউনাইটেড। ২৪ ম্যাচে ৮ জয় ও ৫ ড্রয়ে মাত্র ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ত্রয়োদশ স্থানে রয়েছে তারা। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তাদের ওপরে প্যালেস।

ম্যাচে ৬৭ শতাংশ বলের দখল রেখেও ইউনাইটেড গোলের উদ্দেশে নেয় ১৭টি শট। তবে লক্ষ্যে ছিল মাত্র দুটি। অন্যদিকে প্যালেসের ১১ শটের মধ্যে ৩টি লক্ষ্যে ছিল এবং দুটি গোলেই সফল হয় তারা।

৬৪তম মিনিটে ক্রসবার থেকে ফিরতে থাকা বলে অরক্ষিত অবস্থায় মাতেতার সহজ গোলেই এগিয়ে যায় প্যালেস। এরপর ইউনাইটেডের আক্রমণ জোরালো হলেও ছিল নিষ্প্রভ।

শেষ দিকে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস চোট পেয়ে মাঠ ছাড়েন স্ট্রেচারে শুয়ে। এরপর সতীর্থের পাস থেকে ইউনাইটেডের জালে আবারও বল জড়িয়ে জয় নিশ্চিত করেন মাতেতা।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments