Friday, April 4, 2025
spot_img
হোমফুটবলপুরনো রূপে ফিরেছে ম্যানসিটি, দাবি গার্দিওলার

পুরনো রূপে ফিরেছে ম্যানসিটি, দাবি গার্দিওলার

শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়া ম্যানচেস্টার সিটি অবশেষে দেখাল নিজেদের শক্তি। ইংলিশ প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনকে ৬-০ গোলে বিধ্বস্ত করে সেরা চারের মধ্যে ফিরেছে পেপ গার্দিওলার দল।

রোববার রাতে পোর্টম্যান রোডে দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত গার্দিওলা বললেন, “ম্যানসিটি ফিরে এসেছে।” এই ম্যাচে জোড়া গোল করেন ফিল ফোডেন, সঙ্গে করান একটি। গোলের খাতায় নাম তোলেন আর্লিং হালান্ডও।

দলের এমন পারফরম্যান্সে খুশি গার্দিওলা বলেন, “গত দশ বছরের সংজ্ঞা আমরা ফিরে পাচ্ছি। বলের সঙ্গে সবাই দ্রুত, কার্যকর এবং বুদ্ধিদীপ্ত ছিল।” শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকলেও সিটির খেলায় ফিরেছে আত্মবিশ্বাস।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments