Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলসিটির বিপক্ষে রিয়ালের রক্ষণ বিভ্রাট

সিটির বিপক্ষে রিয়ালের রক্ষণ বিভ্রাট

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটিও রক্ষণভাগে ইনজুরি সমস্যায় ভুগছে, তবে রিয়াল মাদ্রিদের অবস্থা তুলনামূলক আরও খারাপ। একের পর এক দীর্ঘমেয়াদি ইনজুরি মাদ্রিদের রক্ষণের ভীত নড়বড়ে করে তুলেছে।

গত মৌসুমে সিটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন আন্তোনিও রুডিগার। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম লেগ তো বটেই, দ্বিতীয় লেগেও তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। অন্যদিকে এদার মিলিতাওয়ের মৌসুম শেষ হয়ে গেছে গত নভেম্বরে দ্বিতীয়বার ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ফলে।

ডেভিড আলাবা এক বছরের বেশি সময় ধরে হাঁটুর অস্ত্রোপচারের কারণে বাইরে ছিলেন এবং জানুয়ারিতে ফিরেই ফের অ্যাডাক্টর ইনজুরিতে পড়েছেন। ফলে ম্যানচেস্টারে মাদ্রিদকে নিয়ে যেতে হচ্ছে মাত্র একজন স্বাভাবিক সেন্টার-ব্যাক রাউল আসেনসিওকে। নভেম্বরেই প্রথম দলে অভিষেক হওয়া এই ২১ বছর বয়সী তারকা এখনো অপরিপক্ব এবং অভিজ্ঞতার অভাবে ভুগছেন। তাঁকে রক্ষণের কেন্দ্রবিন্দুতে সঙ্গ দেবেন ডিফেন্সিভ মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি।

ফুল-ব্যাক পজিশনেও সংকট কম নয়। মৌসুমের শুরুতেই ডানি কারভাহাল গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়েছেন। শনিবার অ্যাটলেটিকোর বিপক্ষে ডার্বি ম্যাচে লুকাস ভাসকেজও হ্যামস্ট্রিং সমস্যায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। এসব ইনজুরির ধাক্কায় ম্যানচেস্টারের মাটিতে রিয়ালের রক্ষণভাগের অবস্থা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments