Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলদারুণ প্রত্যাবর্তনে সিটিকে হারাল পিএসজি

দারুণ প্রত্যাবর্তনে সিটিকে হারাল পিএসজি

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচ যেন রূপ নেয় রোমাঞ্চে। মাত্র তিন মিনিটে দুই গোল করে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সেই ব্যবধান শোধ করে শুধু ম্যাচে ফিরল না, বরং আরও দুটি গোল করে সিটির বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল।

বুধবার রাতে প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচটি ৪-২ গোলে জিতে নেয় লুইস এনরিকের দল।

সিটির হয়ে জ্যাক গ্রিলিশ ও আর্লিং হলান্ড গোল করে দলকে এগিয়ে নিলেও, পিএসজির হয়ে উসমান দেম্বেলে ও বার্কোলার গোলে সমতা ফেরে। এরপর জোয়াও নেভেস দলের লিড নিশ্চিত করেন, আর যোগ করা সময়ে গনসালো রামোস গোল করে সিলমোহর দেন।

পিএসজির ম্যাচে দাপট বোঝা যায় পরিসংখ্যানে। তারা গোলের জন্য ২৬টি শট নেয়, যার ৯টি লক্ষ্যে ছিল। সিটির নেওয়া ৯ শটের মধ্যে ৬টি লক্ষ্যে থাকলেও ফল বদলাতে পারেনি।

এ জয়ে পিএসজি ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে উঠে এসেছে। অন্যদিকে, সিটির ৮ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে ২৫তম স্থানে এবং টুর্নামেন্টে টিকে থাকার শঙ্কায় পড়েছে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments