বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা কয়েক মাস আগেই ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড থেকে খেলার আমন্ত্রণ পেয়েছিলেন। তবে তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের দেশের বাইরে খেলার ছাড়পত্র দেয়নি।
তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে দুজনকেই অনুমতি দিয়েছে বাফুফে। এখন তারা চাইলে এপ্রিলে শুরু হতে যাওয়া ভুটানের নারী লিগে অংশ নিতে পারবেন।
মাসুরার প্রতিক্রিয়া
গণমাধ্যমে মাসুরা পারভীন বলেন—
“আমার ও রুপনার ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার কথা। ফেডারেশন আমাদের ছাড়পত্র দিয়েছে। আমাদের ক্লাব নাসরিন এফসি ও ফেডারেশনের কাগজপত্র ইতোমধ্যে ভুটানে পাঠানো হয়েছে। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আমাদের এই বিষয়ে সহায়তা করেছেন।”
তিনি আরও জানান—
“এপ্রিলে লিগ শুরু হওয়ার কথা। আশা করি, সব ঠিক থাকলে আমরা খেলতে পারব। আমাদের এই দল পাওয়ার ক্ষেত্রে সাবিনা আপু (সাবিনা খাতুন) সাহায্য করেছেন।”
বাফুফের সিদ্ধান্ত বদলের কারণ
নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন— “বিদেশি ক্লাবে খেলার সুযোগ পেলে ফুটবলাররা আরও অনুপ্রাণিত হবে। এজন্যই আমরা সিদ্ধান্ত বদলে তাদের ছাড়পত্র দিয়েছি।”
তবে কয়েক মাস আগেই এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির কারণ দেখিয়ে অনুমতি দেওয়া হয়নি। কিন্তু সম্প্রতি কোচ ইস্যুতে সিনিয়র ফুটবলারদের বিদ্রোহ এবং ফেডারেশনের অভ্যন্তরীণ সংকটের কারণে কিছুটা নমনীয় হয়েছে বাফুফে।
এখন দেখার বিষয়, ভুটানের লিগে গিয়ে কেমন পারফরম্যান্স করেন মাসুরা ও রুপনা!