Sunday, March 30, 2025
spot_img
হোমটেনিসমেদভেদেভের রাগের শেষ, ভাঙল র‌্যাকেট ও ক্যামেরা!

মেদভেদেভের রাগের শেষ, ভাঙল র‌্যাকেট ও ক্যামেরা!

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে রুশ তারকা দানিল মেদভেদেভ এক অবিশ্বাস্য ঘটনায় সবার নজর কেড়েছেন। ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন, মেদভেদেভ প্রথম দুটি সেট জেতার পর দ্বিতীয় সেটে অখ্যাত থাই খেলোয়াড় কাসিদিত সামরেজের কাছে পরাজিত হন। তৃতীয় সেটে হারের পর মেজাজ হারিয়ে নেটের কাছে গিয়ে নিজের র‌্যাকেট দিয়ে ক্যামেরার দিকে আঘাত করেন। এর ফলে তাঁর র‌্যাকেট ভেঙে যায়, সেই সঙ্গে ক্যামেরাও ধ্বংস হয়ে যায়।

তবে পরের দুটি সেটে দারুণভাবে ফিরে আসেন মেদভেদেভ। ৬-২, ৪-৬, ৩-৬, ৬-১, ৬-২ গেমে জয় নিশ্চিত করেন তিনি। ম্যাচ শেষে মেদভেদেভ বলেন, “দ্বিতীয় ও তৃতীয় সেটে আমি বল ছুঁতে পারছিলাম না। বুঝতে পারছিলাম না, কী করব।”

এই ঘটনা একটি আকস্মিক রাগের প্রতিফলন হলেও, মেদভেদেভের আত্মবিশ্বাসী ফিরে আসা তার দক্ষতা ও মনোবলের পরিচয় দিয়েছে। ৩ বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার পরেও মেদভেদেভ এখনও গ্র্যান্ড স্লাম শিরোপা জেতার অপেক্ষায়।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments