বাংলাদেশ ক্রিকেট পেরিয়েছে তিনটি প্রজন্মের হাত ধরে। আকরাম-বুলবুল-দুর্জয়ের শুরু করা পথচলা হাবিবুল-রফিক-পাইলটদের নেতৃত্বে এগিয়েছে, আর সাকিব-তামিম-মুশফিকরা সেটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তবে বহুজাতিক টুর্নামেন্টে ট্রফির শূন্যতা থেকেই গেছে।
এবার সেই আক্ষেপ ঘোচাতে চান মেহেদি হাসান মিরাজ! তরুণদের নেতৃত্বে বাংলাদেশকে আরও এক ধাপ ওপরে নিয়ে যেতে বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্টের ট্রফি জিততে চান তিনি।
বড় টুর্নামেন্ট জেতাই মূল লক্ষ্য
ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ শেষে মিরাজ বলেন— “আমরা এখনও ট্রফি জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে যেকোনো বড় টুর্নামেন্ট জেতা। একবার যদি ট্রফি জিততে পারি, তাহলে আমাদের প্রজন্মের জন্য ভালো হবে।”
সাকিব-তামিমদের বিদায়ের পর দায়িত্ব এখন মিরাজ, শান্ত, লিটন, মুস্তাফিজ, তাসকিনদের কাঁধে। তবে পুরোপুরি তরুণ দল নয়, কারণ এখনকার দলেও অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন।
দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সফলতা খুঁজছে বাংলাদেশ!
ওয়ানডেতে দুই বছরের বেশি সময় ধরে ফর্মহীন বাংলাদেশ। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর এবার ২০২৭ বিশ্বকাপের জন্য পরিকল্পনা সাজানোর তাগিদ দিলেন মিরাজ।
“আমরা যদি ২-৩ মাস আগে বিশ্বকাপের প্রস্তুতি নেই, তাহলে কঠিন। তবে এখন থেকেই পরিকল্পনা ঠিক রেখে এগোলে ভালো কিছু হবে।”
ট্রফি জেতার স্বপ্ন নিয়ে এগোচ্ছে নতুন বাংলাদেশ। তবে পরিকল্পনা, ধারাবাহিকতা ও সাহসী ক্রিকেটই পারে আক্ষেপের গল্প বদলে দিতে!