Monday, April 7, 2025
spot_img
হোমফুটবললা লিগায় মেসির শুন্যতা ছাপিয়ে ইয়ামাল ঝলক

লা লিগায় মেসির শুন্যতা ছাপিয়ে ইয়ামাল ঝলক

বার্সেলোনায় লিওনেল মেসির শূন্যতা পূরণে অনেক চেষ্টা হলেও তার অভাব মেটেনি। তবে লামিনে ইয়ামালের আগমনে সেই শুন্যতা পূরণের ইঙ্গিত মিলছে। কিছু ক্ষেত্রে তো এই তরুণ ছাড়িয়ে যাচ্ছেন মেসিকেও।

রোববার লা লিগায় আলাভেসের বিপক্ষে বার্সার কষ্টার্জিত ১-০ গোলের জয়ে প্রধান নায়ক ছিলেন ইয়ামাল। ম্যাচের একমাত্র গোলটির সহায়তা করেন তিনি। তার দারুণ ড্রিবলিং দক্ষতা মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের। বিশেষ করে, পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে তার এক দুর্দান্ত দৌড় ছিল নজরকাড়া।

অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, এই ম্যাচে ইয়ামাল ২১টি ড্রিবল করার চেষ্টা করেন এবং ১১টিতে সফল হন। তাতে মেসির ১৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন তিনি। ২০০৭ সালে মায়োর্কার বিপক্ষে মেসি ২০টি ড্রিবল চেষ্টায় ১০টিতে সফল হয়েছিলেন।

বর্তমানে লা লিগার শীর্ষ ড্রিবলার হিসেবেও জায়গা করে নিয়েছেন ইয়ামাল। প্রতিযোগিতায় এখন পর্যন্ত তার ৭৩টি সফল ড্রিবল রয়েছে। তালিকার পরের দুটি অবস্থানে রয়েছেন সেভিয়ার দোদি লুকেবাকিও (৬৪) এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে (৪৬)।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments