ডি-বক্সের খানিক বাইরে প্রতিপক্ষের এক ডিফেন্ডার সতীর্থের উদ্দেশ্যে ব্যাকপাস দেন। কিন্তু সেটাই যেন বিপদ ডেকে আনে! ক্ষিপ্রগতিতে ছুটে আসেন লিওনেল মেসি, যেন বলের ঘ্রাণ পেয়েই ছুটে গেলেন! প্রতিপক্ষ ডিফেন্ডারের পা থেকে বল ছিনিয়ে নিয়ে ঢুকে পড়লেন বক্সে, এরপর আরেকজনকে ডজ দিয়ে চোখ ধাঁধানো এক চিপ শটে বল জড়িয়ে দিলেন জালে! এমন দুর্দান্ত মুহূর্তেই ইন্টার মায়ামি ম্যাচে ফেরে এবং শেষ পর্যন্ত সহজ জয় তুলে নেয়।
মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে শুরুটা মোটেও ভালো হয়নি মায়ামির। মাত্র ১১ মিনিটেই পিছিয়ে পড়ে দলটি। তবে ২০ মিনিটেই মেসির ফুটবলীয় মুন্সিয়ানা এনে দেয় সমতা। ১-১ গোলের সমতা বেশ লম্বা সময় ধরে বজায় ছিল। একটা সময় মনে হচ্ছিল, হয়তো জয় তুলে নিতে পারবে না মায়ামি। কিন্তু ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে ফাফা পিকল্ট গোল করলে দারুণ এক জয় পায় মেসির দল।
তবে ম্যাচ জেতানো গোল করলেও আলোচনার কেন্দ্রে একটিই বিষয়—মেসির চোখ ধাঁধানো গোল! গোলের ধরন তো বটেই, সঙ্গে বয়সের হিসাবও এটাকে করেছে অনন্য। ৩৮ পার করেও এমন ফুটবলীয় জাদু দেখানো যেন বাড়তি উপহার ভক্তদের জন্য।
মেসিকে আবার আর্জেন্টিনার জার্সিতে দেখার অপেক্ষা খুব বেশি লম্বা নয়। ক্লাব ফুটবল আপাতত বিরতিতে যাচ্ছে আন্তর্জাতিক সূচির কারণে। সামনে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা, আর ২৬ মার্চ ঐতিহ্যবাহী সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে ব্রাজিলের বিপক্ষে।