Friday, April 4, 2025
spot_img
হোমফুটবলমিলান ডার্বিতে নাটকীয় ড্র, শেষ মুহূর্তে বাঁচল ইন্টার

মিলান ডার্বিতে নাটকীয় ড্র, শেষ মুহূর্তে বাঁচল ইন্টার

সান সিরোয় জমজমাট আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে ইন্টার মিলান। রোববার রাতে সিরি আর হাইভোল্টেজ লড়াইটি ১-১ গোলের ড্রয়ে শেষ হয়।

ম্যাচের ৪২তম মিনিটে টিয়ানি রেইন্ডার্সের গোলে এগিয়ে যায় এসি মিলান। রাফায়েল লেয়াওয়ের শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল থেকে জোরালো শটে জাল কাঁপান এই ডাচ মিডফিল্ডার।

অফসাইড ও ফাউলের বাঁশিতে ইন্টার মিলানের প্রথম তিনটি গোল বাতিল হয়। পোস্টেও বাধা পায় তাদের তিনটি প্রচেষ্টা।

অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতা ফেরায় ইন্টার। ডিফেন্ডার নিকোলা জালেবস্কির পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন স্টেফান ডি ভ্রেই।

২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে এসি মিলান। শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট ৫৩।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments