Friday, April 4, 2025
spot_img
হোমক্রিকেটমুলতান টেস্টে নোমান আলির রেকর্ড গড়া হ্যাটট্রিক

মুলতান টেস্টে নোমান আলির রেকর্ড গড়া হ্যাটট্রিক

মুলতান টেস্টের প্রথম সকালেই ক্যারিবিয়ান ব্যাটারদের জন্য ভয়ংকর রূপ নেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলি। হ্যাটট্রিক করে টেস্ট ইতিহাসে রেকর্ড গড়লেন তিনি। এই কীর্তি গড়তে বয়স তার কাছে ছিল শুধুই সংখ্যা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র তৃতীয় ওভারেই হ্যাটট্রিক তুলে নেন ৩৮ বছর বয়সী নোমান। পাকিস্তানের হয়ে টেস্টে হ্যাটট্রিক করা পঞ্চম বোলার হলেও স্পিন বোলার হিসেবে এই প্রথম এমন কীর্তি করলেন তিনি।

পাকিস্তানের হয়ে প্রথম টেস্ট হ্যাটট্রিক করেছিলেন ওয়াসিম আকরাম, তারপর আব্দুল রাজ্জাক, মোহাম্মদ সামি ও নাসিম শাহ। এবার সেই তালিকায় যোগ হলো নোমানের নাম। ৩৮ বছর ১১০ দিন বয়সে হ্যাটট্রিক করে তিনি টেস্ট ইতিহাসে দ্বিতীয় প্রবীণতম হ্যাটট্রিককারীর খেতাব অর্জন করেন। এই তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ।

নোমানের আক্রমণে আসার পরই তার জাদু শুরু হয়। দ্বিতীয় ওভারে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে বিদায় করার পর, তৃতীয় ওভারে প্রথম বলেই গালিতে ক্যাচ দেন জাস্টিন গ্রেভস। পরের বলেই টেভিন ইমলাখকে এলবিডব্লিউ করে উৎসব শুরু করেন নোমান।

এই হ্যাটট্রিকের পর ইনিংসে ৫ উইকেট শিকারের কীর্তিও পূর্ণ করেন তিনি। ১৯ টেস্টে তার এটি অষ্টমবার ইনিংসে ৫ উইকেটের মাইলফলক। টেস্টে তার ধারাবাহিক পারফরম্যান্সে আরেকটি রেকর্ড গড়েছেন নোমান—টানা চার টেস্টে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের কীর্তি। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস তখন লড়ছিল ৯ উইকেটে ৯৫ রানে। কিন্তু নোমানের বিধ্বংসী স্পেলেই তাদের গুঁড়িয়ে দেন এই অভিজ্ঞ স্পিনার।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments