হাইভোল্টেজ লড়াইয়ে নাটকীয় ম্যাচে আতালান্তার মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে নাপোলি। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও আত্মবিশ্বাস ধরে রেখে দারুণ প্রত্যাবর্তন করেছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
শনিবার রাতে সেরি আর ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আতালান্তা। তারা ১৫টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখলেও কাজের কাজ করতে পারেনি। অন্যদিকে নাপোলি মাত্র তিনটি শট লক্ষ্যে রেখে তিনবারই সফল হয়।
ষোড়শ মিনিটে আতালান্তাকে এগিয়ে দেন মাত্তেও রেতেগি। তবে নাপোলি দ্রুত ঘুরে দাঁড়িয়ে ২৭ মিনিটে মাত্তেও পলিতানো এবং ৪০ মিনিটে স্কট ম্যাকটমিনের গোলে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে আদেমোলা লুকমান আতালান্তাকে সমতায় ফেরালেও ৭৮ মিনিটে রোমেলু লুকাকুর গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
২১ ম্যাচে নাপোলি ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে। টানা ষষ্ঠ জয় পাওয়া নাপোলি মুকুট পুনরুদ্ধারের পথে ছুটে চলেছে।