Saturday, March 29, 2025
spot_img
হোমনারী ক্রিকেটজাতীয় নারী দলের প্রধান কোচ হলেন সারওয়ার ইমরান

জাতীয় নারী দলের প্রধান কোচ হলেন সারওয়ার ইমরান

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের হেড কোচ হলেন সারওয়ার ইমরান। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। হাসান তিলকারত্নে, নিগার সুলতানা জ্যোতিদের দায়িত্ব ছাড়ার পর থেকেই গুঞ্জন ছিল দেশি কোচ নিয়োগ দিতে পারে বিসিবি। সেই তালিকায় ওপরের দিকেই ছিলেন ইমরান। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।

সারওয়ার ইমরানের নারী দলের হেড কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘হাসান (তিলকারত্নে) চলে যাওয়ার পর সেই পদের জন্য আমরা ইমরানকে (সারওয়ার) নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিসিবি সভাপতি হওয়ার পর থেকেই দেশিয় কোচদের সুযোগ দেওয়ার কথা বলে আসছিলেন ফারুক। এর আগে মোহাম্মদ সালাহ উদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এছাড়াও সোহেল ইসলাম, রাজিন সালেহদেরও সুযোগ দিয়েছে ফারুকের বোর্ড।

এবার ইমরানকে দায়িত্ব দিল বিসিবি। ইমরান ২০০০ সালে বাংলাদেশের পুরুষ দলের টেস্ট অভিষেক ম্যাচে প্রধান কোচের দায়িত্বে ছিলেন এবং সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments