Thursday, March 27, 2025
spot_img
হোমটেনিসগ্র্যান্ড স্ল্যামে রেকর্ডের রাজা জোকোভিচ

গ্র্যান্ড স্ল্যামে রেকর্ডের রাজা জোকোভিচ

টেনিস কোর্টে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন নোভাক জোকোভিচ। ইতিহাসের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা এবার গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলার সংখ্যাতেও ছুঁয়েছেন নতুন মাইলফলক।

বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ক্যারিয়ারের ৪৩০তম একক গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে নেমে কিংবদন্তি রজার ফেদেরারকে পেছনে ফেলেছেন সার্বিয়ান তারকা। আগের রাউন্ডে নিশেশ বাসাভারেড্ডির বিপক্ষে জয়ের মাধ্যমে ফেদেরারের ৪২৯ ম্যাচের রেকর্ড ছুঁয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে জেমি ফারিয়াকে হারিয়ে এখন তিনিই শীর্ষে।

নারীদের মধ্যে গ্র্যান্ড স্ল্যামে সর্বোচ্চ ৪২৩টি ম্যাচ খেলেছেন সেরেনা উইলিয়ামস। পুরুষদের মধ্যে ৪০০ ম্যাচের মাইলফলক ছুঁতে পারেননি আর কেউ।

রড লেভার অ্যারেনায় পর্তুগালের ফারিয়ার বিপক্ষে জয় তুলে নিতে খুব কষ্ট করতে হয়নি জোকোভিচকে। ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩ ও ৬-২ গেমে জয় নিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন তিনি।

ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘এই খেলাটি আমি ভালোবাসি, প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করি। ২০ বছরেরও বেশি সময় ধরে গ্র্যান্ড স্ল্যামে খেলছি। প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দিতে চেষ্টা করি। আরেকটি রেকর্ড গড়তে পেরে আমি সত্যিই ভাগ্যবান।’

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments