বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। তিনটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলতে মে মাসে বাংলাদেশে পা রাখবে কিউই ‘এ’ দল। আগেই সফর চূড়ান্ত হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেছে।
প্রাথমিকভাবে ২০২৩ সালে এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা ইস্যুর কারণে নিউজিল্যান্ড দল সফর স্থগিত করে। পরে নতুন সূচিতে ২০২৪ সালের মে মাসে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি।
১ মে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ‘এ’ দল
নিউজিল্যান্ড ‘এ’ দল ১ মে বাংলাদেশে পৌঁছাবে। এরপর ৫ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।
পরবর্তী দুইটি ম্যাচও সিলেটে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ ৭ মে, আর তৃতীয় ম্যাচ ১০ মে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় মাঠে।
চারদিনের ম্যাচ সিলেট ও মিরপুরে
একদিনের সিরিজের পর ১৪ মে থেকে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। এটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
২১ মে থেকে ২৪ মে পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। সফর শেষে ২৫ মে বাংলাদেশ ছাড়বে নিউজিল্যান্ড ‘এ’ দল।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরের সূচি একনজরে
৫ মে – প্রথম একদিনের ম্যাচ – সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৭ মে – দ্বিতীয় একদিনের ম্যাচ – সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১০ মে – তৃতীয় একদিনের ম্যাচ – সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় মাঠ
১৪ মে – ১৭ মে – প্রথম চারদিনের ম্যাচ – সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২১ মে – ২৪ মে – দ্বিতীয় চারদিনের ম্যাচ – মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম
২৫ মে – বাংলাদেশ ত্যাগ করবে নিউজিল্যান্ড ‘এ’ দল