Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলবার্সার অফসাইড ফাঁদ এড়াতে এমবাপ্পে প্রস্তুত

বার্সার অফসাইড ফাঁদ এড়াতে এমবাপ্পে প্রস্তুত

ক্যারিয়ারের প্রথম ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে একেবারেই ছন্দহীন ছিলেন কিলিয়ান এমবাপে। একের পর এক সুযোগ নষ্ট করার পাশাপাশি আটবার অফসাইডে পড়েন তিনি, যা তার ক্যারিয়ারে কোনো ম্যাচে সর্বোচ্চ। রিয়ালের আক্রমণভাগ সেদিন বার্সার ‘হাইলাইন’ ডিফেন্সের বিপক্ষে সুবিধা করতে পারেনি। ওই লা লিগা ম্যাচে প্রথম ২০ মিনিটেই পাঁচবার অফসাইডে ধরা পড়ে রিয়াল।

তবে আরেকটি ক্লাসিকোর আগে সতীর্থ এমবাপেকে নিয়ে ভরসা রাখছেন রিয়ালের মিডফিল্ডার ফেদে ভালভের্দে। তার মতে, সুপার কাপ ফাইনালের আগে এমবাপেকে বিশেষ কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। তিনি নিজেই ভালো জানেন কীভাবে বার্সেলোনার কৌশল মোকাবিলা করবেন।

রোববার সৌদি আরবের জেদ্দায় সুপার কাপ ফাইনালে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে ভালভের্দে বলেন, “এমবাপে এই মৌসুমে আমাদের হয়ে এখন পর্যন্ত ১৪ গোল করেছেন। আমি নিশ্চিত, তিনি জানেন কীভাবে তাদের ডিফেন্স সামলাতে হবে।”

ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপের স্বরূপে ফেরার অপেক্ষায় রিয়াল শিবির। এবারের ম্যাচে অফসাইডের ফাঁদ এড়িয়ে কতটা কার্যকর হতে পারেন ফরাসি তারকা, তা-ই দেখার বিষয়।

 

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments