নতুন চেহারার পাকিস্তানকে নিয়ে আশাবাদী ছিলেন নতুন অধিনায়ক সালমান আলি আগা। কিন্তু মাঠে নেমে হলো উল্টো, ব্যাটিং ব্যর্থতায় ৯১ রানে গুটিয়ে গেল পাকিস্তান। ৫৯ বল হাতে রেখে ৯ উইকেটে অনায়াস জয় পেল নিউজিল্যান্ড।
ব্যাটিং বিপর্যয়, ইতিহাসে কালো দাগ
সিরিজের প্রথম ম্যাচেই একশর নিচে অলআউট হয়ে গেল পাকিস্তান! কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই তাদের সর্বনিম্ন স্কোর।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আউট মোহাম্মদ হারিস। অভিষিক্ত হাসান নাওয়াজও ফিরলেন শূন্য রানে। এরপর জেমিসনের আগুন ঝরানো স্পেলে মাত্র ১১ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান!
সালমান-খুশদিল কিছুটা লড়াই করলেও কাজের কাজ হয়নি
সালমান আলি আগা ও খুশদিল শাহ মিলে ৪৬ রানের জুটি গড়েন। কিন্তু দলকে উদ্ধার করতে পারেননি।
খুশদিল শাহ ৩২ রান করে সর্বোচ্চ স্কোরার। শেষদিকে জাহানদাদ খান করেন ১৭ রান।
জেমিসন ৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা। ডাফি ছিলেন আরও বিধ্বংসী— ১৪ রানে ৪ উইকেট!
সাইফার্ট-অ্যালেনের ঝড়, সহজেই জয় কিউইদের
মাত্র ১০.১ ওভারেই ৯২ রান তুলে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। সাইফার্ট ২৯ বলে ৪৪ রান করেন ৭ চার ও ১ ছক্কায়। ফিন অ্যালেন ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৮.৪ ওভারে ৯১ (হারিস ০, নাওয়াজ ০, সালমান ১৮, ইরফান ১, শাদাব ৩, খুশদিল ৩২, সামাদ ৭, জাহানদাদ ১৭, আফ্রিদি ১, আবরার ২, আলি ১*; জেমিসন ৪-১-৮-৩, ডাফি ৩.৪-০-১৪-৪, ফোকস ৩-০-১১-১, ব্রেসওয়েল ৪-০-২৮-০, সোধি ৪-০-২৭-২)
নিউজিল্যান্ড: ১০.১ ওভারে ৯২/১ (সাইফার্ট ৪৪, অ্যালেন ২৯*, রবিনসন ১৮*; আফ্রিদি ২-০-১৭-০, আলি ৩-০-২৫-০, জাহানদাদ ১-০-১৬-০, আবরার ২.১-০-১৫-১, শাদাব ২-০-১৮-০)
ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: কাইল জেমিসন
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে