স্পিনারদের দাপটে আড়াই দিনে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ৩৪ বছর পর তাদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে ১২০ রানের বিশাল ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে দারুণ প্রতিশোধ নিল ক্যারিবিয়ানরা।
চতুর্থ ইনিংসে ২৫৪ রানের লক্ষ্য তাড়ায় স্বাগতিক পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১৩৩ রানে। স্পিন সহায়ক উইকেটে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা নেন দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটসহ ম্যাচে মোট ১৮টি উইকেট।
ওয়ারিকান একাই তুলে নেন ৫টি উইকেট। সিনক্লিয়ার পান ৩টি, আর গুডাকেশ মতি নেন ২টি। পাকিস্তানের পক্ষে রিজওয়ানের ২৫ আর সালমানের ১৫ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য কিছুই ছিল না।
এ জয়ে ১৯৯০ সালের পর পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয় পেল ওয়েস্ট ইন্ডিজ, যা তাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।