আরও একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হলেন ফ্লোরেন্তিনো পেরেজ। ২০২৯ সাল পর্যন্ত ক্লাবটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
৭৭ বছর বয়সী পেরেস এই নিয়ে টানা পঞ্চমবার এবং মোট সপ্তমবার রিয়ালের সভাপতি হলেন। তার প্রথম মেয়াদ ছিল ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত, এরপর ২০০৯ সালে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। এর পর ২০১৩, ২০১৭, ২০২১ ও ২০২৫ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
পেশায় ব্যবসায়ী পেরেস গত ৭ জানুয়ারি ক্লাবের ইলেকটোরাল বোর্ডকে নির্বাচনী প্রক্রিয়া শুরুর অনুরোধ জানান। ১০ দিন পর একমাত্র প্রার্থী হিসেবে তার প্রার্থিতা অনুমোদন হয়। ক্লাবের নিয়ম অনুযায়ী, বিকল্প প্রার্থী না থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
পেরেসের অধীনে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দল মিলে ৬৫টি শিরোপা জিতেছে, যার মধ্যে ১৫টি চ্যাম্পিয়ন্স লিগের ৭টি শিরোপা এসেছে তার মেয়াদে। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল সভাপতি হিসেবে তার নামই শীর্ষে।