প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির তত্ত্বাবধানে শুরু হয়েছে “প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৪-২৫”। এ বছর দেশের ৬৪ জেলার ৩৫১টি স্কুল থেকে অংশ নিচ্ছে সাত হাজারের বেশি ক্রিকেটার। মোট ৫৮৫টি ম্যাচের মাধ্যমে জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে টুর্নামেন্টটি আয়োজন করা হবে।
২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা স্কুল ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় আসর। টুর্নামেন্ট উপলক্ষে বিসিবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস কনফারেন্সে উন্মোচন করা হয় প্রতিযোগিতার জার্সি। সেখানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা।
প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী বলেন, “স্কুল ক্রিকেটের প্রতি আমাদের আবেগ ও অঙ্গীকারের জায়গা অনেক বড়। এ টুর্নামেন্ট থেকে উঠে আসা অনেক প্রতিভাবান ক্রিকেটার দেশের সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন। দেশের ক্রিকেটে তৃণমূলের এই অবদানকে আরও জোরদার করতে আমরা গর্বিত।”
বিসিবি পরিচালক ফাহিম সিনহা জানান, প্রতিভা অন্বেষণের জন্য এবারের আসরে প্রতিটি ম্যাচে উপস্থিত থাকবেন জেলা কোচরা। একই সঙ্গে স্কুল ক্রিকেট কোচদের জন্য আয়োজন করা হবে ওরিয়েন্টেশন কোর্স।
২০১৫ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত অংশ নিয়েছে ৩,১৫৭টি স্কুল এবং ৬৭,৫৩৫ জন স্কুল ক্রিকেটার। এছাড়া প্রতি বছর সেরা ১৫ জন ক্রিকেটারকে বৃত্তি দিয়ে আসছে প্রাইম ব্যাংক। দেশের ক্রিকেটে তৃণমূলের অবদান বাড়াতে এ ধরনের উদ্যোগ প্রশংসিত হয়েছে।