আইপিএলে দীর্ঘ সাত বছর পর পুরনো ঠিকানা চেন্নাই সুপার কিংসে ফিরেছেন ভারতীয় অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাইয়ের জার্সিতে খেলেছিলেন তিনি। এরপর বিভিন্ন দলে খেলে আবারও ফিরেছেন আইপিএলের সফলতম দলটিতে।
ধোনিকে ধন্যবাদ জানালেন অশ্বিন
চেন্নাইয়ে ফিরে মহেন্দ্র সিং ধোনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অশ্বিন। সম্প্রতি একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন—”আমি আমার শততম টেস্টে ধোনিকে স্মারক উপহার দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি চেয়েছিলাম সেটিই হোক আমার শেষ টেস্ট। দুর্ভাগ্যবশত, তিনি আসতে পারেননি। তবে আমি ভাবিনি যে, তিনি আমাকে সিএসকেতে ফিরিয়ে আনার উপহার দেবেন। এটা আরও বড় পাওয়া, তাই তাকে ধন্যবাদ।”
সাত বছর পর পুরনো ক্লাবে ফেরা
২০১৫ সালে চেন্নাই সুপার কিংস ছাড়ার পর অশ্বিন খেলেছেন পাঞ্জাব কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্টস, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে। তবে এবার মেগা নিলামে ৯.৭৫ কোটি রুপিতে তাকে আবারও চেন্নাই দলে ভেড়ায়।
অশ্বিন বলেছেন—“অনেক জায়গায় খেলেছি, অনেক কিছু শিখেছি। তবে চেন্নাইয়ের পরিবেশ সবসময়ই অসাধারণ। আমি আগের মতোই সব উপভোগ করতে চাই।”
২৩ মার্চ মাঠে নামবে চেন্নাই
আগামী ২৩ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস। পুরনো ক্লাবে ফিরে অশ্বিন কি পারফর্ম করতে পারবেন আগের মতোই? সেটাই এখন দেখার বিষয়!