Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটখোলা ট্রাকে ট্রফি নিয়ে রংপুরে উৎসব করবে রাইডার্সরা

খোলা ট্রাকে ট্রফি নিয়ে রংপুরে উৎসব করবে রাইডার্সরা

রংপুর রাইডার্সের ক্রিকেটারদের জন্য খুশির দিন, বিপিএল ও জিএসএল ট্রফি নিয়ে নিজেদের শহরে যাচ্ছেন তারা। রংপুরের সমর্থকদের সঙ্গে জয়ের আনন্দ ভাগাভাগি করতে সোমবার রংপুরে পৌঁছাবে দলটি।

শহরের রাস্তায় খোলা ট্রাকে ক্রিকেটারদের প্রদক্ষিণ, সমর্থকদের সঙ্গে দেখা করার সুযোগ এবং ফ্যান জার্সি বিতরণ—সব মিলিয়ে দিনটি উৎসবমুখর করবার ইচ্ছা রংপুর রাইডার্সের। রংপুর ক্রিকেট গার্ডেনে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও থাকছে।

দিনশেষে ‘অ্যাভয়েড রাফা’ ব্যান্ডের কনসার্ট দিয়ে জমে উঠবে আয়োজন। সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর দল এখন ব্যস্ত নিজেদের শহরে এই অনন্য জয়ের স্মৃতিকে উদ্‌যাপনে।

গত মাসে গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএল) চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। বিপিএল ট্রফি ট্যুরের অংশ হিসেবে এই আয়োজনে যুক্ত হবে বিপিএলের ট্রফি ও মাসকট ‘ডানা ৩৬’।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments