শারীরিক ধকলের প্রভাব পড়েছিল রিয়াল মাদ্রিদের খেলায়। উজ্জীবিত ভিয়ারিয়ালের সামনে লড়াই করতে হয়েছে কঠিনভাবে। তবে, কিলিয়ান এমবাপের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতে লা লিগার শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ।
ভিয়ারিয়ালের দারুণ শুরু, রিয়ালের বিপদ
পঞ্চম মিনিটেই প্রথম সুযোগ পেয়েছিল ভিয়ারিয়াল, কিন্তু কোর্তোয়ার দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল।
সপ্তম মিনিটে আরও একটি দারুণ শট ঠেকান বেলজিয়ান গোলরক্ষক।
অবশেষে হুয়ান ফয়থের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। কর্নার থেকে ভেসে আসা বলে চুয়ামেনির পিঠ ছুঁয়ে ফয়থের পায়ে গেলে, কাছ থেকেই গোল আদায় করেন আর্জেন্টাইন ডিফেন্ডার।
এমবাপের জোড়া গোলেই ঘুরে দাঁড়ায় রিয়াল
রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়লেও মাত্র ১০ মিনিটেই সমতায় ফেরে! ব্রাহিম দিয়াসের শট ফিরলেও, ফিরতি বলে জোরালো শটে গোল করেন এমবাপে।
২৩তম মিনিটে দ্বিতীয় গোল করেন এমবাপে। লুকাস ভাসকেসের কাট-ব্যাক থেকে এক টাচে বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে বল পাঠান জালে। এই গোলের মাধ্যমে লা লিগায় ২০ গোল ছুঁয়ে ফেললেন এমবাপে, লেভানদোভস্কির (২১) ঠিক পেছনে! সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপের গোল হলো ৩১টি।
কোর্তোয়ার দুর্দান্ত সেভ, ভিয়ারেয়ালের হতাশা
ভিয়ারেয়াল গোটা ম্যাচেই আক্রমণে আধিপত্য করে। ২৩টি শট নেয় তারা, যার ১০টি লক্ষ্যে ছিল। কিন্তু কোর্তোয়ার দুর্দান্ত পারফরম্যান্স রিয়ালকে রক্ষা করে।
শীর্ষে রিয়াল, আতলেতিকো-বার্সাকে চাপ
এই জয়ে ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আবার শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা (৫৭) ও আতলেতিকো মাদ্রিদ (৫৬) পিছনে আছে।