স্প্যানিশ সুপার কাপের ফাইনালে প্রতিশোধের আশা নিয়ে মাঠে নামলেও বার্সেলোনার বিপক্ষে হেরে যায় রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের জেদ্দায় গত রোববার রিয়ালের ৫-২ গোলের হার তাদের রক্ষণভাগের দুর্বলতা উন্মোচন করে।
ম্যাচের শুরুতে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে গেলেও রিয়াল এরপর আর ম্যাচে টিকতে পারেনি। বার্সার হয়ে লামিনে ইয়ামাল, লেভানদোভস্কি, রাফিনিয়া ও বাল্দে একের পর এক গোল করে ম্যাচ শেষ করেন। বিশেষ করে, রাফিনিয়া একাই জোড়া গোল করেন।
৫৬তম মিনিটে বার্সা গোলরক্ষক স্ট্যেজনি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরও রিয়াল ম্যাচের ফারাক ঘোচাতে ব্যর্থ হয়। কোচ আনচেলত্তি দলের রক্ষণ ও মানসিকতার ওপর অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, “আমরা যথেষ্ট পরিশ্রম করিনি এবং এই ব্যর্থতা সমর্থকদের কষ্ট দিয়েছে, যা আমরাও অনুভব করছি।”
রিয়াল এবার কোপা দেল রের শেষ ষোলোয় সেল্তা ভিগোর মুখোমুখি হবে। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোটা ভীষণ গুরুত্বপূর্ণ তাদের জন্য।