Friday, April 4, 2025
spot_img
হোমফুটবলরিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে এস্পানিওলের চমক

রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে এস্পানিওলের চমক

শেষ আধা ঘণ্টায় একের পর এক আক্রমণে এস্পানিওলকে চেপে ধরলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না রিয়াল মাদ্রিদ। উল্টো নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে পাল্টা আক্রমণে রোমেরোর একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় লিগ টেবিলের নিচের দলটি।

শনিবার এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে লা লিগার ম্যাচটি ১-০ গোলে হেরে যায় গতবারের চ্যাম্পিয়নরা।

এর আগে মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১-এ নামিয়ে আনে আতলেতিকো মাদ্রিদ। সেই ব্যবধান ৪ পয়েন্টে নেওয়ার সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল। এ নিয়ে লিগে তৃতীয়বার হারল রিয়াল।

২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৮। তিন নম্বরে থাকা বার্সেলোনার সংগ্রহ ৪২ পয়েন্ট।

ম্যাচের শুরুতে রিয়াল বড় ধাক্কা খায়, ইনজুরিতে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। তার বদলে নামেন তরুণ রাউল আসেন্সিও। আক্রমণ পাল্টা-আক্রমণে জমে ওঠা ম্যাচে প্রথম উল্লেখযোগ্য শট এস্পানিওলের। ১৮তম মিনিটে কারেরাসের নিচু শট ঠেকান থিবো কোর্তোয়া।

বক্সে ভিনিসিউস জুনিয়রের অসাধারণ দক্ষতায় গোল হলেও ফাউল ধরায় রেফারি গোল বাতিল করেন। ৭৬ মিনিটে রদ্রিগোর শট পোস্টে লেগে ফিরে এলে হতাশ হয় রিয়াল। পরের মিনিটেই এমবাপের শট দারুণভাবে ঠেকান গোলরক্ষক। ৮৫ মিনিটে এস্পানিওলের পাল্টা আক্রমণে ছয় গজ বক্স থেকে ভলিতে জয়সূচক গোল করেন রোমেরো।

এই জয়ে অবনমন অবস্থান থেকে উঠে আসে এস্পানিওল। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট, অবস্থান ১৭তম।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments