Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলরদ্রিগোর নৈপুণ্যে রিয়ালের গোল উৎসব

রদ্রিগোর নৈপুণ্যে রিয়ালের গোল উৎসব

গুছিয়ে নিতে একটু সময় লাগলেও রিয়াল মাদ্রিদ ভয়ঙ্কর হয়ে উঠল গোলের দেখা পাওয়ার পর। রদ্রিগোর জোড়া গোল আর ভিনিসিউস জুনিয়রের অসাধারণ নৈপুণ্যে সালসবুর্কের জালে গোল উৎসব করল কার্লো আনচেলত্তির দল। চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় তুলে নিয়ে টেবিলে বড় লাফ দিল ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে ৫-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

রদ্রিগোর দুই গোলের পাশাপাশি কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রের জোড়া গোল নিশ্চিত করে রিয়ালের দাপুটে জয়।

এই জয় রিয়ালকে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে তুলে এনেছে। শেষ ষোলোয় সরাসরি জায়গা পাওয়ার আশা আগেই ফিকে হয়ে গেলেও বড় ব্যবধানের এই জয় সামান্য আশা বাঁচিয়ে রাখল।

ম্যাচের শুরুতে সালসবুর্কের প্রতি-আক্রমণে চাপে থাকলেও ২৩তম মিনিটে রদ্রিগোর গোলের মাধ্যমে রিয়াল এগিয়ে যায়। এরপর রদ্রিগোর দ্বিতীয় গোল, এমবাপের সুবিধা কাজে লাগিয়ে গোল এবং ভিনিসিউসের চমৎকার দুই গোল দলের জয় নিশ্চিত করে।

আগামী সপ্তাহে ব্রেস্তের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টুর্নামেন্টে টিকে থাকার চূড়ান্ত লড়াইয়ে নামবে রিয়াল।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments